RG Kar :'পরিষ্কার করে বলুন কী চাই? টাকা?', আরও বেলাগাম মদন, রেহাই নেই সন্তানহারা পরিবারেরও !
ABP Ananda LIVE : আরও বেলাগাম মদন, রেহাই নেই সন্তানহারা পরিবারেরও ! কুণাল, ববি, কল্যাণের পরে চিকিৎসকের মা-বাবাকে বেলাগাম আক্রমণ। 'পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান'।সবকিছু টাকা দিয়েই ঢাকা যায়, পরিবারকে বেলাগাম আক্রমণে মদন । 'নিজেদের জন্য বাম-বিজেপির কথায় চিত্রনাট্য বদল করছেন'। 'চাইলে রাজনীতিতে যোগ দিন, অনেক উপনির্বাচন আছে, তবে জিততে পারবেন না'। আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের পরিবারকে তীব্র আক্রমণে তৃণমূল বিধায়কের। হাসপাতালে কর্মরত চিকিৎসককে ধর্ষণ-খুন, পরিবারই শাসকদলের নিশানায়!
WB News LIVE: এবার শ্রীরামপুরে হেলে পড়া আবাসনের হদিশ, মানতে নারাজ প্রোমোটার
এবার শ্রীরামপুরে হেলে পড়া আবাসনের হদিশ। শ্রীরামপুরে কুমিরজলা রোডে একদিকে বসে গেলে আবাসন, দাবি প্রতিবেশীদের, মানতে নারাজ প্রোমোটার। বহুতল তৈরির পর বাড়িতে ও পাঁচিলে ফাটল ধরেছে, দাবি জানিয়ে আতঙ্কে প্রতিবেশীরা। '২০২০ সালে প্ল্যান পাস করিয়েছিলেন প্রোমোটার তুষার কান্তি ঘোষ, তৈরি করেন বহুতল'। 'প্রোমোটারকে ডেকে সবরকম ব্যবস্থা নিয়ে বলা হয়েছে', জানালেন শ্রীরামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভপ্রসাদ ভট্টাচার্য। 'মাটি খারাপ তাই ফাটল ধরেছে, আবাসন হেলে যায়নি, পুরসভার পরিদর্শনেও কিছু ধরা পড়েনি', পাল্টা দাবি প্রোমোটারের।