RG Kar news : 'কেন এই নির্মম পরিস্থিতি হল? আপনাদের পাশে চাই', শুভেন্দুকে বললেন নিহত চিকিৎসকের পরিবার

ABP Ananda LIVE : বিধানসভায় এলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় নিহত চিকিৎসকের মা-বাবা। দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন ১০ ডিসেম্বর বিচারের দাবিতে রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি। 'কেন এই নির্মম পরিস্থিতি হল? আপনাদের পাশে চাই', শুভেন্দুর সঙ্গে দেখা করে বললেন নিহত চিকিৎসকের পরিবার 

আরও খবর, তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব আরও বাড়ল প্রবীণ নেতাদের। ২৬-র ভোটের আগে মমতার হাতেই রাশ, তৃণমূলে প্রবীণদের আরও গুরুত্ব। তৃণমূল নেত্রীর দীর্ঘদিনের অনুগামী-আস্থাভাজন-প্রবীণ নেতাদের গুরুত্ব বাড়ল। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা ২০ থেকে বেড়ে হল ২৫। দিল্লিতে বলার দায়িত্বে অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ। জাতীয় কর্মসমিতিতে থাকলেও শৃঙ্খলারক্ষা কমিটিতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩ স্তরে শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের কথা ঘোষণা। সাংসদ, বিধায়ক থেকে দলের সাধারণ নেতা-কর্মী-৩টি শৃঙ্খলারক্ষা কমিটি। সব কমিটির মাথাতেই তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠরা। শৃঙ্খলারক্ষা কমিটির বেশিরভাগ সদস্যই প্রবীণ ও মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola