RG Kar: সঞ্জয় কি একমাত্র অপরাধী নয়? প্রশ্ন উঠল তৃণমূলের অন্দরেই। বিস্ফোরক চিরঞ্জিত, রচনা। TMC News

ABP Ananda LIVE: সঞ্জয় কি একমাত্র অপরাধী নয়? এবার প্রশ্ন উঠল তৃণমূলের অন্দর থেকেই। বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্য়োপাধ্য়ায় ও তিনবারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সঞ্জয় কি একমাত্র অপরাধী নয়? এবার প্রশ্ন উঠল তৃণমূলের অন্দর থেকেই। বিস্ফোরক তৃণমূল সাংসদ রচনা বন্দ্য়োপাধ্য়ায় ও তিনবারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিৎ চক্রবর্তীকে আমরা প্রশ্ন করেছিলাম--- আপনার কি মনে হয় এখনও পুরো দোষীরা ধরা পড়েনি? উত্তরে তিনি বলেন, না। মনে হয় না তো। আমারও মনে হয় না। সবারই মনে হয় না। অন্য়দিকে রচনা বন্দ্য়োপাধ্য়ায়ও বলেন--- আসল আসামিকে খুঁজে বের করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। অপরাধী শাস্তি পাবে, এটাই আমরা চাই। যিনি বা যারা এই কাজটা করেছে তারা তো সাংঘাতিক অন্যায়ের কাজ করেছে। তাদের শাস্তি পাওয়াটা দরকার। এই আবহে, অভয়ার বাবা প্রশ্ন তুলছেন, একবছর পর এসব কথা বলা হচ্ছে কেন? তাঁদের প্রশ্ন--- তৃণমূলের যারা চিত্রাভিনেতা, অভিনেত্রী তারা হঠাৎ করে বদলে গিয়ে বিভ্রান্তমূলক কথাবার্তা বলছেন। তাহলে রাজনীতিটা কারা করছে?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola