RG Kar Live: রাত দখল ঘিরে বারাসাতে ধুন্ধুমার, আটক ১৮, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। ABP Ananda Live
RG Kr News: রাত দখল ঘিরে বারাসাতে ধুন্ধুমার, আটক ১৮, পুলিত্যের বিরুদ্ধে ক্ষোভ। আর জি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হল শহর থেকে জেলা। জুনিয়র ডাক্তারদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে, পথে নেমে মোমবাতি হাতে হাটলেন লক্ষ লক্ষ রাজ্য়বাসী। কোচবিহারে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের ব্লক সভাপতির সামনেই মারা হল আন্দোলনকারীকে। ঘটনার প্রতিবাদে সরব বিরোধীরা। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার ২৪ ঘণ্টার মধ্যে বর্ধমান মেডিক্যালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন। পাঠানো হল কাকদ্বীপে। স্বাস্থ্যভবনের সিদ্ধান্তে খুশির হাওয়া বর্ধমান মেডিক্যাল কলেজে। স্বাস্থ্যভবনের অনুমতি নিয়েই তাঁকে রাখা হয়েছিল, দাবি করেছেন বর্ধমান মেডিক্যালের অধক্ষ। আট মাস আগের মেরিট বেসড কাউন্সেলিং-এর ফলে বদলি। এর সঙ্গে আর জি কর-কাণ্ডের কোনও যোগ নেই, দাবি করেছেন বিরূপাক্ষ। ABP Ananda Live