RG Kar News Update: খারিজ ১৬৩ ধারা, কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। ABP Ananda Live

Continues below advertisement

RG Kar News: কাল থেকে 'দ্রোহের কার্নিভাল' সংক্রান্ত এই ঘটনায় একের পর এক পটপরিবর্তন দেখছিলাম। মুখ্যসচিব চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক করলেও তা ফলপ্রসূ হয়নি। এরপর কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা হয় ১৬৩ ধারা। রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ তাদের অবস্থানে অনড় ছিল যে কোনভাবেই তারা দ্রোহের কার্নিভাল করতে দেবে না। সকাল থেকে লোহার ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয় রানি রাসমণি এভিনিউ সংলগ্ন রাস্তা। এরপরই চিকিৎসক সংগঠনের তরফে আদালতে মামলা করা হয়। কলকাতা হাইকোর্ট কার্নিভালের অনুমতি দেয়। যা নিঃসন্দেহে বড় ধাক্কা রাজ্যের কাছে। রাজ্য কি সত্যিই এই মামলার বিরোধিতা করছে? প্রশ্ন বিচারপতির। রাজ্য কি দুটো কার্নিভাল নিয়ন্ত্রণ করতে পারবে না? প্রশ্ন বিচারপতি রবি কিষাণ কপূরের। ১৬৩ ধারার এই বিজ্ঞপ্তি অসামঞ্জস্যপূর্ণ, মন্তব্য বিচারপতির। আদালতের রায়ের পরেই লৌহকপাটের দরজা খুলল। ছিঁড়ল রানি রাসমণি অ্যাভিনিউয়ের লোহার ব্যারিকেডের শেকল। অনশন মঞ্চে জয়ের শঙ্খধ্বনি। এই বিষয়ে আর কী বললেন এবিপি আনন্দের প্রতিনিধি? ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram