RG Kar News: 'দাবিগুলো পেশ করার পরও তিলোত্তমা হয়েছে, তারপরেও অভয়া হয়েছে',বললেন চৈতি ঘোষাল।

Continues below advertisement

RG Kar News: 'আমরা যদি প্রতিবাদ করি তাহলে তো অনশনই করব। অনশন করা ছাড়া আর কী উপায় আছে, সুরাহা তো মিলতেই হবে। সরকারের উত্তরের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। ২টো তো দাবি, এক হচ্ছে তিলোত্তমার বিচার চাই, কারণ এই দাবিগুলো পেশ করার পরও তিলোত্তমা হয়েছে. তারপরেও অভয়া হয়েছে',বললেন চৈতি ঘোষাল। 'ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ফোরমাস ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত সংগঠনের কোনও সদস্য নয়। অন্য কোনও চিকিৎসক সংগঠনে প্রতিনিধিত্ব করেন কিনা আমাদের জানা নেই।  কিন্তু জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, জনগণের ঐক্যবদ্ধ যে আন্দলন চলছে তা দৌত করবার অধিকার ওকে কেউ দেয়নি। উনি ব্যক্তিগতভাবে যে কারও সঙ্গে দেখা করতেই পারেন সে ব্যাপারে আমাদের বলার কিছু নেই। তিনি এমন একজনের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন যিনি শুরু থেকেই অতি কদর্য ভাষায় জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের আক্রমণ করেছেন', মন্তব্য সুবর্ণ গোস্বামীর। সিনিয়রদের সঙ্গে বৈঠকের পর ফের রাজ্যকে ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। সোমবারের মধ্যে দাবি না মানলে মঙ্গলবার সরকারি-বেসরকারি হাসপাতালে ধর্মঘটের হুঁশিয়ারি।  ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। আজ সোদপুর থেকে ধর্মতলা ন্যায়বিচার যাত্রা। রবিবার অনশন মঞ্চে জমায়েতের ডাক। বার্তা মুখ্যমন্ত্রীকেও। অসুস্থ জুনিয়র ডাক্তারদের সঠিক চিকিৎসা সুনিশ্চিত হোক। মেডিক্যাল বোর্ড করে দিনে দু'বার দিতে হবে স্টেটাস রিপোর্ট, সমস্ত মেডিক্যাল কলেজে চিঠি স্বাস্থ্য দফতরের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram