RG Kar News: দায়িত্ব নিয়েই আর জি কর হাসপাতালে নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ABP Ananda live
Kolkata Police: মনোজ ভার্মা। হাসপাতালে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে প্রিন্সিপালের সঙ্গে বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার। কালীঘাটের পর নবান্ন। মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটল না জট। কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস। স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না তুলতে পরোক্ষে চাপ ডেকোরেটার্স সংস্থাকে, কী বলছেন আন্দোলনকারীরা? 'আমরা শাস্তি চেয়েছিলাম, বদলির সিদ্ধান্তে খুশি নই', বললেন আর জি করে নির্যাতিতার বাবা-মা। বিনীত গোয়েল সহ দুই স্বাস্থ্যকর্তার বদলি প্রসঙ্গে বললেন আর জি কর হাসপাতালে মৃত তরুণীর বাবা-মা। : থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের। ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমাচ্ছে দুর্গাপুর ব্যারাজ।গতকাল রাত ১২টা থেকে ১ লক্ষ ৫০ হাজার ৭০০ কিউসেক জল ছাড়া শুরু হয়েছে।আজ ভোর থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে করা হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ কিউসেক। গত দু’দিন বৃষ্টি হয়নি, এর ফলে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে DVC ফলে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ কমেছে।