RG Kar Live: দুর্গাপুজোর মধ্যেও আর জি কর কাণ্ডের ছায়া, ফেরানো হচ্ছে অনুদান। ABP Ananda Live

Continues below advertisement

RG Kar News: নেতাজিনগর সর্বজনীনের পুজোর ৭৫ বছর। মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলা। পাড়ার বাসিন্দারা নিজেরাই হাতে-হাতে ফুটিয়ে তুলছেন থিম। এবার ৫০ বছরে পা দিল মধ্যপাড়া আবাহনী ক্লাবের পুজো। আর জি কর-কাণ্ডের পর পুজো হচ্ছে আড়ম্বরহীনভাবে। এই দুটো পুজোই ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকারের অনুদান। জাঁকজমক না করেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছে ভবানীপুরের মল্লিকবাড়িও।

 

 

শেষরাতে ফের বেনজির জনজোয়ার। ৪২ কিমি পথ পেরিয়ে শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে মশাল তুলে দেওয়া হল নির্যাতিতার পরিবারের হাতে। 'এই লড়াইয়ে আমরা থাকব। দাবানলের মতো মশাল ছড়িয়ে পড়ুক'।  চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের মধ্যরাতে প্রতিবাদ। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। বিয়াল্লিশদিন ধরে টানা আন্দোলন। রাস্তায় বসেই শেষমেশ দাবি আদায়। আজ দেশজুড়ে সবার মুখে মুখে ঘুরছে বাংলার জুনিয়র ডাক্তারদের আন্দোলন। গান্ধীবাদী পথে হেঁটে, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আন্দোলন করে, রাজনৈতিক দলের থেকেও বেশি সফল হলেন জুনিয়র ডাক্তাররা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram