RG Kar Live: সিজিও কমপ্লেক্সে সুদীপ্ত রায়কে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডির। ABP Ananda Live
RG Kar News: বাড়ি, নার্সিংহোমে তল্লাশির পর সিজিও কমপ্লেক্সে সুদীপ্ত রায়কে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডির। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের চিকিৎসক-বিধায়কের। ২ দিন আগেই সুদীপ্তর নার্সিংহোম, বাড়ি, বাংলোয় তল্লাশি চালায় ইডি। বাজেয়াপ্ত করা ফোনের লক খোলার জন্য তলব, জানিয়েছেন তৃণমূলের চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়। কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ। ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার, সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের বৈঠকে। হাসপাতাল, হস্টেল, কলেজ ক্যাম্পাস থেকে ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত। ন্যূনতম ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। শুধুমাত্র পরীক্ষা দিতে ও তদন্ত কমিটির মুখোমুখি হতে ক্যাম্পাসে প্রবেশে ছাড়। স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত। সমস্ত ক্লাস রিপ্রেজেনটেটিভকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কলেজ নির্বাচনে অংশ নিতে পারবে না বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়ারা। আজ থেকে হস্টেল চত্বরে বসছে পুলিশ পিকেট, চলবে টহলদারি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে, জানাল কলেজ কাউন্সিল।