RG Kar Live: 'আগে ব্যবস্থা নিলে এই দিনটা দেখতে হতো না', মন্তব্য RG করের প্রাক্তন ডেপুটি সুপারের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'আমি যত ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তার এবং জনগণ, সকলকে কুর্নিশ জানাব। কারণ ৩৫ দিন ধরে বিচারের জন্য সকলে লড়াই করে চলেছেন। আমি দুঃখিত যে যখন আমি আওয়াজ তুলেছিলাম, তখনই যদি ব্যবস্থা হত তাহলে আমাদের হয়তো এই দিনটা দেখতে হত না', মন্তব্য আখতার আলির। আখতার আলি যে অন্যায়গুলির কথা বলেছিলেন, সেগুলি তুলে এখন সিবিআই তদন্ত হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কেন 'দুঃখিত' তিনি? আখতার আলির কথায়, 'অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা একটা প্রাণ হারিয়ে ফেলেছি। সে কি আমার ওই বোনকে ফেরত দিয়ে দেবে? তখন ব্যবস্থা হল না কেন? ২০২০ সালে উনি যখন ন্যাশনাল মেডিক্যাল কলেজে এমএসভিপি ছিলেন, ওঁর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ ছিল। ওঁর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়্যারি হয়েছিল। যাঁরা তদন্ত করেছিলেন, আমার জবাব চাই, তাঁরা ওঁকে কীকরে ক্লিনচিট দিলেন? তারপর উনি বসলেন, আরজি করের মতো মর্যাদাপূর্ণ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের চেয়ারে। সেখানে বসে যে দুর্নীতিগুলো করলেন, এই চক্রান্তগুলো করলেন, তারপর তথ্যপ্রমাণ লোপাট করলেন... এর শাস্তি কি একটা প্রাণের বিনিময়েই পেতে হত? আগে ব্যবস্থা হল না কেন?'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram