Hooghly News: হুগলির হরিপালে স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, থানা ঘেরাওয়ের ডাক SFI-DYFI-এর

Haripal Incident: আর জি কর-কাণ্ডের আবহে এবার হুগলির হরিপালে স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ। প্রায় ১৫ কিলোমিটার দূরে, রাস্তা থেকে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। নির্যাতিতার পরিবারের তরফে হরিপাল থানায় অভিযোগ দায়ের। পকসো আইনে মামলা রুজু, অভিযুক্তরা এখনও অধরা। রাতে থানায় গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম। আজ হরিপাল থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে SFI-DYFI ও সিপিএমের মহিলা সংগঠন। শ্রেয়া ঘোষালের পর এবার লোপামুদ্রা মিত্র, আর জি-কর কাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠান স্থগিত করলেন আরও এক সঙ্গীতশিল্পী। সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র ও যন্ত্রশিল্পী জয় সরকারের যৌথ পরিবেশনায় ১৩ সেপ্টেম্বর, শুক্রবার, সন্ধে সাড়ে ৬টা থেকে বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। আর জি কর-কাণ্ডের আবহে অনুষ্ঠান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন লোপামুদ্রা। সব মিলিয়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola