RG Kar Live: 'কোন তদন্তটা গুরুত্ব পাবে সেটাই প্রশ্ন', আর জি করের ঘটনায় মন্তব্য জয়প্রকাশের।

Continues below advertisement

ABP Ananda Live: সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেল CBI। মোট ৬ জনের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেল CBI। ৬ জনের মধ্যে আছেন এক সিভিক ভলান্টিয়ারও। CBI-কে আর জি কর মেডিক্যালের যাবতীয় দুর্নীতির তদন্তভার দিল হাইকোর্ট। কাল সকাল ১০ টার মধ্যে তদন্ত-নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। ফলে তদন্তে রাজ্যের তৈরি SIT-এর আর কোনও গ্রহণযোগ্যতা রইল না। ৩ সপ্তাহ পরে CBI-কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ । ১৭ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের । নিরাপত্তার জন্য প্রয়োজনে CBI-এর কাছে আবেদন করতে পারবেন মামলাকারী। আর জি কর মেডিক্যালে ডাক্তার ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে পেশ। ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের নিরাপত্তার জন্য শিয়ালদা আদালত জুড়ে CISF বাহিনী। পলিগ্রাফ পরীক্ষার জন্য সম্মতি দিয়েছে সঞ্জয় রায়। শিয়ালদা আদালতে তোলার আগে এদিন বিক্ষোভ দেখায় বাংলাপক্ষ। সংগঠনের তরফে দেওয়া হয় স্লোগান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram