RG Kar Live: সরকারের তরফে মেলেনি সাড়া, আমরণ অনশন শুরু জুনিয়র চিকিৎসকদের। ABP Ananda Live

RG Kar News: ডেডলাইন শেষ, পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা । কাজে ফিরলেও, খাবার খাব না, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের 'স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসি ক্যামেরা'। প্রথম দফায় আমরণ অনশনে ৬জন জুনিয়র ডাক্তাররা । 'ধর্মতলায় ধর্নামঞ্চ তুলতে বারবার পুলিশের বাধা' -- কর্মবিরতি তুলে পুজোর মধ্যে এবার আমরণ অনশন । পুলিশের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের । অনশনে কারও কিছু হলে দায় সরকারের: জুনিয়র ডাক্তার। কাজে ফিরেও এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। 'গতকালের জয়নগরের ঘটনা থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে রাজ্যে কেউই কোথাও সুরক্ষিত নয়। আমরা রাজ্য সরকারের কাছে যে দাবি গুলি করেছিলাম যাতে রাজ্যে সব জায়গা থেকে ভয়ের রাজনীতি চলে যায়', মন্তব্য জুনিয়র ডাক্তারদের। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola