RG Kar Live: অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী-জুনিয়র চিকিৎসক বৈঠক, কী বলছেন আন্দোলনকারীরা?

RG Kar News: মেল, পাল্টা মেলেই মুখ্যসচিবের দেওয়া বিকেল ৫টার সময়সীমা পার। বৈঠকের কার্যবিবরণী লেখার স্টেনোগ্রাফার নিয়েই মুখ্যমন্ত্রীর বাড়ি যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ৫ দফার দাবিতে অনড় থেকেই মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন ডাক্তাররা। ভিডিওগ্রাফি নয় কার্যবিবরণী লেখার শর্তেই বৈঠকে রাজি দুপক্ষ। বৈঠক শেষে সই করে মিনিটস তুলে দেওয়া হবে ডাক্তারদের হাতেও। আর জি কর মামলায় কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। তদন্তে অগ্রগতি কতদূর? রিপোর্ট দেবে সিবিআই। চিকিৎসককে ধর্ষণ-খুনে বিচার চেয়ে সপ্তম দিনে ধর্নায় জুনিয়র ডাক্তাররা। সন্দীপ-অভিজিতের যোগসাজশে আর জি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা সিবিআইয়ের। আজই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা। ফের করা হল স্বাস্থ্যপরীক্ষা। আর জি কর কাণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপে ছত্রে ছত্রে অসঙ্গতি। সকাল পৌনে ১০টায় দেহ উদ্ধার, এফআইআর চেয়ে টালা থানার ওসি-কে চিঠি দুপুর পৌনে ৩টেয়। ৫ ঘণ্টা দেরি কেন, তদন্তে সিবিআই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola