RG Kar Live: 'আর জি কর-কাণ্ডে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ', দাবি পুলিশ কমিশনারের
RG Kar Protest: আর জি কর-কাণ্ডে প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশের: বিনীত গোয়েল। 'পুলিশ কিছু আড়ালের চেষ্টা করেনি, প্রয়োজনীয় পদক্ষেপ করেছে'। 'যে কোনও মৃত্যু স্বাভাবিক না হলেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ'। 'সেই মতো অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছিল পুলিশ'। 'তারপর সন্দেহজনক কিছু পেলে সেই অনুযায়ী ধারা যোগ করা হয়'। 'প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেনি'। দাবি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। বুধবার মধ্যরাতে ৪০ মিনিট ধরে তাণ্ডব চলে আর জি কর মেডিক্যাল কলেজে। তছনছ করে দেওয়া হয়, জরুরি বিভাগ সহ একাধিক বিভাগ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্য়েই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।কিন্তু, অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি, যাঁদের পুলিশ ধরেছে তাঁরা ঘটনার সঙ্গে যুক্তই নয়। প্রতিবেশীদের দাবি, বুধবার রাতে তিনি শ্য়ামবাজারে মিছিলে যোগ দিয়েছিলেন। ভিডিও করছিলেন। তখনই পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে যায়।