RG Kar Live: আর জি করে হামলা, মীনাক্ষীকে তলব পুলিশের। ABP Ananda Live

ABP Ananda LIVE: 'কোনও মতভেদ নেই কিছুই নেই। তৃণমূল একসঙ্গেই গিয়েছে। অভিষেক অত্যন্ত সক্রিয় আছে। আমাদের সঙ্গেই আছে। অভিষেক তো নেতৃত্ব দেবে নাহলে মমাত বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এগিয়ে নিয়ে যাবে কী করে। এই আদর্শকে নিয়ে এগোতে গেলে অভিষেককে দরকার আছে', মন্তব্য ফিরহাদের। আর জি কর কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেকের ছবি দিয়ে পোস্ট কুণাল ঘোষের। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিরোধীদের চক্রান্তের প্রসঙ্গ পোস্টে। এসব রুখতে লড়াইতে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই, পোস্ট কুণালের। 'আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে' কুণাল ঘোষের পোস্টে রাজনৈতিক মহলে জল্পনা।  আরও খবর, RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় CBI-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল সন্দীপকে নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে CGO কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola