RG Kar News: 'দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ অনেকে সহ্য করতে পারছেন না', বললেন মদন মিত্র

Continues below advertisement

Madan Mitra: 'জাহাজ যখন ডুবছে মনে করলে, সবচেয়ে আগে পালায়, তেমন কিছু ইঁদুর আছে'। আর জি কর-কাণ্ডে প্রতিবাদের ঝড়ের মধ্যেই দলে অন্তর্ঘাত দেখছেন মদন। 'এই জনজাগরণকে হালকা করে নিলে চলবে না, গুরুত্ব দিতে হবে'। 'মিছিলে বাম-বিজেপির সঙ্গে তৃণমূলের লোকেরাও আছে, যাচ্ছেন না বুঝেই'। আমি পোস্ট করলে ডিলিট করি না, নাম না করে 'বিদ্রোহীদের' খোঁচা মদনের। মমতাকে চাপে ফেলতে দলের একাংশের বিরুদ্ধেই বিশ্বাসঘাতকতার অভিযোগ। 'রামায়ণে একটা বিভীষণ ছিল, এখানে অনেকগুলো বিভীষণ'। 'একটাকে দেখালে, বাকিগুলো চালাকি করে মুখ লুকিয়ে ফেলবে'। 'তাই এখন নির্দিষ্টকরণ করা হচ্ছে দলের মধ্যে, ফাইল রেডি হচ্ছে'। সরকারকে বিপাকে ফেলতেই দলেই অন্তর্ঘাতের বিভীষণের অভিযোগ মদনের। আর জি কর কাণ্ডে এবার পথে নামলেন হায়দরাবাদ এবং দিল্লির ডাক্তাররাও। পথ নাটিকার মাধ্যমে প্রতিবাদ জানালেন হায়দরাবাদের চিকিৎসকরা। দিল্লিতেও হল চিকিৎসকদের প্রতিবাদ মিছিল। যন্তর-মন্তরে বসে দেওয়া হল প্রতীকী পরিষেবা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram