RG Kar Live: 'সুরক্ষিত হয়ে কাজের জায়গায় ফিরুক', জুনিয়র চিকিৎসকদের বার্তা নির্যাতিতার বাবা-মার
RG Kar Update: 'ওরা আমাদের ছেলেমেয়ের মতো, সুরক্ষিত হয়ে কাজের জায়গায় ফিরুক', জুনিয়র চিকিৎসকদের বার্তা নির্যাতিতার বাবা-মার। 'ওরা যতদিন না সুরক্ষিত হয় ততদিন ওরা আন্দোলন চালাক। আমরা চাই ওদের কাজের জায়গা সুরক্ষিত হোক। আমাদের শাস্তি দাবি ছিল। বিনীত গোয়েলের অপসারণ প্রসঙ্গে বললেন নির্যাতিতার বাবা-মা।'
আরও খবর,
কালীঘাটের পর নবান্ন। মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটল না জট। কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস। থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের। সন্ধে ৬টা ৪০ থেকে ২ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক। কার্যবিবরণী লিপিবদ্ধ করতেই রাত ১২টা পার! মধ্যরাতে নবান্ন থেকে বেরোলেন মুখ্যসচিব-ডিজিপি। থ্রেট কালচার বন্ধ করা থেকে সুরক্ষা। ৩ দফা দাবিতে অনড় ডাক্তাররা। পাশে নির্যাতিতার পরিবার। থ্রেট কালচার বন্ধ ও সটুডেন্ট কাউন্সিল চালুর দাবিতে মালদা মেডিক্যালে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। সন্ধে থেকে ঘেরাও অধ্যক্ষ, সুপার। দাবি মেনেছে সরকার, এবার কাজে ফিরুন, আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে ডাক্তারদের আবেদন অভিষেকের।