RG Kar Live: তরুণী চিকিৎসককে মৃত্যুর ১৮ দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল। ABP Ananda Live

RG Kar News: তরুণী চিকিৎসককে মৃত্যুর ১৮ দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল। চিকিৎসকের দেহ উদ্ধারের পরমুহূর্তের ভিডিও ভাইরাল, পুলিশের সামনেই সেমিনার হলে থিকথিক করছে ভিড়। ঘটনাস্থলে রয়েছেন হাসপাতালের একাধিক কর্তা। কালকের জমায়েত অবৈধ, নবান্ন অভিযান নিয়ে হুঁশিয়ারি কুণাল ঘোষের। 'শকুনের রাজনীতি চলছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি', বললেন কুণাল ঘোষ। 'মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে',নবান্ন অভিযান প্রসঙ্গে কড়া বার্তা কুণালের। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির শিকড়ের খোঁজে সিবিআই। সন্দীপ ঘোষের বাড়ি সহ একযোগে ১৫ জায়গায় রেইড। ম্যারাথন জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। আর জি করে মরদেহ নিয়ে দালালচক্রের মারাত্মক অভিযোগ । প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই চলত মর্গে দালালচক্র! 'চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের' । 'ময়নাতদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া, পুরোটাই চলত প্যাকেজ সিস্টেমে' । 'দেহ প্রতি ঠিক করা ছিল অন্তত ১০ হাজার টাকার প্যাকেজ' । 'দেহ ময়নাতদন্তের পর স্টিচ করতেও দিতে হত মোটা টাকা' ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola