RG Kar Live: TMCP নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে থ্রেট কালচার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। ABP Ananda Live
Continues below advertisement
RG Kar News: আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে থ্রেট কালচার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ ৯ অগাস্ট এই আশিস পাণ্ডেকে দেখা গেছিল সেমিনার রুমেও। সন্দীপ ঘোষের মদতে আর জি কর মেডিক্য়ালে হুমকিরাজ চালাতেন এই আশিস পাণ্ডে, এমনই অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। আরজি কর মেডিক্য়ালের চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় এবার সিবিআইয়ের নজরে টিএমসিপি নেতা আশিস পাণ্ডের গতিবিধি। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাওড়ার সালকিয়ার ফ্ল্য়াট ছেড়ে সল্টলেকের একটি হোটেলে বান্ধবীকে নিয়ে ওঠেন আর জি কর মেডিক্য়ালের হাউসস্টাফ। কেন হঠাৎ সল্টলেকের হোটেলে উঠলেন টিএমসিপি নেতা? জানতে বৃহস্পতিবার ফের আশিস পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
Continues below advertisement