RG Kar News: RG কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে শাসক দলের ছাত্র সংগঠন, জেলায় জেলায় বিক্ষোভ।
RG Kar Update: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস। কলকাতার সিপি বিনীত গোয়েলকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের। দু'সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে গত সোমবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান । সেই অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে হুগলি নদীর দুই পাড়ে। লাঠি, কাঁদানে গ্যাস, জলকামানে রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে একাধিক পুলিশকর্মী গুরুতর জখম হন। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বিক্ষোভকারীরাও। আর জি কর-কাণ্ডের আবহে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'রাতারাতি নোটবন্দি করতে পারলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন?' গত বুধবার মেয়ো রোডের সভআ থেকে ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার পক্ষে সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই মঞ্চে উঠে ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল পাস করানোর কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ২ দিন বাদ দিয়েই মোদিকে দ্বিতীয় চিঠি দিলেন মমতা। 'দাবি এক, দফা এক, ধর্ষণ বিরোধী আইন' স্লোগান তোলেন অভিষেক।