TMC News: তৃণমূলের মুখপাত্র পদ থেকে অপসারিত প্রাক্তন সাংসদ শান্তনু সেন। ABP Ananda Live
ABP Ananda LIVE: তৃণমূলের মুখপাত্র পদ থেকে অপসারিত প্রাক্তন সাংসদ শান্তনু সেন । আর জি কর কাণ্ড নিয়ে সরব হওয়ার কারণেই কি কোপের মুখে শান্তনু? আগেই অপসারণ করা হয়েছে শান্তনুকে, দাবি জয়প্রকাশ মজুমদারের । গতকালই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী ।'আর জি কর কাণ্ডে চক্রান্তে যাঁরা ছিল, তাঁদের রেয়াত করিনি' । গতকাল মন্তব্য করেন তৃণমূল নেত্রী। আরজি করে নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল আজ সকালে বিক্ষোভের মুখে পড়েন। নিরাপত্তার দাবিতে নতুন অধ্যক্ষকে ঘেরাও করেন নার্সিং স্টাফরা। তাঁদের দাবি, হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাতে তাণ্ডব চলেছে আরজি কর হাসপাতালে। নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। নার্সিং স্টাফদের অভিযোগ, পুলিশ তাঁদের নিরাপত্তা দেয়নি, উল্টে পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে তাঁদের, বাথরুমে লুকিয়ে থাকার জায়গা চায় পুলিশ। এরই জেরে বৃহস্পতিবার সকালে অধ্যক্ষকে ঘেরাও করেন নার্সিং স্টাফরা। প্রসঙ্গত উল্লেখ্য, এদিক সকালে রাহ্যপাল সিভি আনন্দ বোস গিয়েছিলেন আরজি কর হাসপাতালে। তাঁর সঙ্গে বৈঠকও করেন অধ্যক্ষ।