RG Kar Live: 'জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে হামলার ছক', বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। ABP Ananda Live

Continues below advertisement

RG Kar Update: 'জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে হামলার ছক', বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। 'মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলার চক্রান্ত চলছে', দাবি কুণাল ঘোষের। চিকিৎসকদের ধর্না মঞ্চে হামলার ছক? স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের। 'এই কমিশনারের থাকার যোগ্যতা আছে ? এই কমিশনারকে মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসেছে। আমরা যুদ্ধ করতে নামিনি, যেখানে আটকাবে সেখানেই বসে পড়ব। মন্তব্য সিপিএম নেতা বিমান বসুর। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের লালবাজার অভিযান। ফের লালবাজার অভিযানে বামেরা। লালবাজার অভিযান রুখতে ফিয়ার্স লেনে পুলিশের ব্যারিকেড। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের বামেদের লালবাজার অভিযান। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে বামেরা। ফিয়ার্স লেনে পুলিশের ব্যারিকেড আটকে গেল মিছিল। ব্যারিকেডের গায়েই প্ল্যাকার্ড লাগিয়ে প্রতিবাদ বামেদের। আর জি কর-কাণ্ডে এবার দিল্লি দরবারে আন্দোলনকারীরা। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ইমেল জুনিয়র ডাক্তারদের। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও ইমেল আন্দোলনকারীদের ।'সরকারি হাসপাতালে নিরাপত্তা নেই, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব', সরকারি হাসপাতালে মহিলা কাজের পরিবেশ উদ্বেগজনক, দাবি আন্দোলনকারীদের। আর জি কর-কাণ্ডে লম্বা লড়াইয়ের প্রস্তুতি। স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনকারীদের জন্য তৈরি হল ফুড ক্যাম্প। আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবি। কসবায় পোস্টার, জাতীয় পতাকা নিয়ে মিছিল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram