Kalatan Dashgupta: লাল আবির, গোলাপে বরণ, জামিনে মুক্ত কলতান দাশগুপ্ত। ABP Ananda Live

Continues below advertisement

RG Kar News: অডিও-কাণ্ডে জামিন সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্তর। গতকালই ডিওয়াইএফআই নেতাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। কলতানের গ্রেফতারি নিয়ে হাইকোর্টে বড়সড় ধাক্কা পুলিশের। 'মামলায় পুলিশের যে সতর্কতা নেওয়ার দরকার ছিল, পুলিশ তা করেনি'। নির্দেশনামায় উল্লেখ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। 'বর্তমান বা ভবিষ্যতে দায়ের হতে পারে, এমন কোনও মামলাতেই কলতানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়'। 'আদালতের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ'। নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। 'অনিয়ন্ত্রিত, একতরফা এবং অভূতপূর্ব জল ছাড়ার ফলে রাজ্যে দুর্যোগ'। 'অতীতে এই পরিমাণ জল ডিভিসি থেকে ছাড়া হয়নি'। '২০০৯-এর পর দামোদর নিম্ন অববাহিকা ও সংলগ্ন অঞ্চল সবচেয়ে বড় বন্যার মুখোমুখি'। এর ফলে রাজ্যের ৫০ লক্ষ মানুষ বন্যা দুর্গত, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর। 'ডিভিসি-র চেয়ারম্যানকে ১৬ সেপ্টেম্বর ফোন করে অবস্থা সম্পর্কে জানানো হয়েছিল'। 'তারপরেও ১৭ সেপ্টেম্বর ভোরে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হয়'। এই পরিমাণ জল তখনই না ছেড়ে ঠেকানো যেত, চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram