RG Kar Sanjay Ray: 'নারকো' টেস্টে 'না' সঞ্জয়ের! কেন আপত্তি? নেপথ্যে কী কারণ?
Continues below advertisement
'নারকো অ্যানালিসিস টেস্ট' দিতে অস্বীকার করলেন আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাই CBI-এর আবেদন খারিজ করে দিল শিয়ালদা আদালত। এখানেই প্রশ্ন উঠছে, সঞ্জয়ের যদি কিছু লুকনোর নাই থাকে, তাহলে নারকো অ্যানালিসিস টেস্টে সে আপত্তি করল কেন? ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়েছিল। কিন্তু, সূত্রের দাবি, তার রিপোর্টে ধোঁয়াশা থাকায় সঞ্জয়ের নারকো টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় CBI. লিগাল টিমের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের নারকো টেস্ট করার আবেদন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মতো শুক্রবার সঞ্জয়কে আদালতে হাজির করানো হয়। কিন্তু 'নারকো অ্যানালিসিস টেস্ট' দিতে অস্বীকার করে ধৃত সিভিক ভলান্টিয়ার।
Continues below advertisement
Tags :
RG Kar Principal RG Kar Protest RG Kar Incident RG KAr News RG Kar News Update RG Kar Medical College Incident RG KAR Rg Kar Latest News Cbi Rg Kar Latest News Today