RG Kar Medical College: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপি হাওড়া ব্রিজ অভিযানে ধুন্ধুমার
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপি হাওড়া ব্রিজ অভিযানে ধুন্ধুমার। এপিসি বোস রোডে পুলিশের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির হাওড়া ব্রীজ অভিযান।পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর এই অভিযানে নেতৃত্বে।হাওড়া বাস স্ট্যান্ডের কাছ থেকে শুরু হবে মিছিল।বিশাল পুলিশ ও রাফ মোতায়েন এই অভিযান ঘিরে।বিশাল জমায়েত।হাওড়া ব্রিজে ওঠার রাস্তা আই সি বোস রোড বন্ধ করে দেওয়া হলো।
হাইকোর্টের থেকে আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা গেল সুপ্রিম কোর্টে । এটা ভয় জাগানোর মতো ঘটনা : সুপ্রিম কোর্ট। দেরি করে দায়ের করা হয়েছে FIR, জানাল সর্বোচ্চ আদালত। রাজ্যের থেকে ভাঙচুরকাণ্ডে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। আমরা আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারব না : সুপ্রিম কোর্ট। তৎকালীন অধ্যক্ষ কেন আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের। হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে হামলা করল? প্রশ্ন সুপ্রিম কোর্টের। আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় ২২ অগাস্টের মধ্যে রাজ্যের থেকে রিপোর্ট তলব। অপরাধের জায়গা সুরক্ষিত রাখা। পুলিশের কর্তব্য, কেন তা করা হয়নি, প্রশ্ন সু্প্রিম কোর্টের। সিবিআই এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। ২২ অগাস্টের মধ্যে স্টেটাস রিপোর্ট দিতে হবে : সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে CISF। চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছে সুপ্রিম কোর্ট। আর জি কর কাণ্ডে শান্তিপূর্ণ আন্দোলনে কী করে ঢুকে গেল ৭ হাজার দুষ্কৃতী? আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করতে আবেদন সুপ্রিম কোর্টের। দেশজুড়ে হাসপাতালগুলির পরিস্থিতি দেখতে ১০ সদস্যের টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের।