RG Kar Medical College: RG Kar কাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ারে নাগরিক সমাজের মিছিল। ABP Annada Live

Continues below advertisement

ABP Ananda Live:  পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায়! কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও! নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের। আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল জোকা মেডিক্যালে। কিন্তু সেখানেও ডাক্তাররা আন্দোলনে সামিল হওয়ায় সিদ্ধান্ত বদল করে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। মাঝরাস্তায় চূড়ান্ত নাটক, সিবিআই-পুলিশের বচসা। গতকালই আর জি কর কাণ্ডের কেস ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। ধৃত সঞ্জয়কে নিয়ে প্রথমে SSKM-এ সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা করায় পুলিশ। এরপর সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে সিবিআইকে হস্তান্তর করা হয়। আর জি কর কাণ্ডের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের। 'মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের লজ্জা নেই'। 'আজ অন্তত কন্যাশ্রী দিবসের উৎসব বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী'। 'দলমত নির্বিশেষে আজ পথে নামছেন সাধারণ মানুষ'। 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই'। 'যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন না হচ্ছেন, ততদিন লড়াই চলবে'। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram