RG Kar: আর জি কর কাণ্ডে আজ নবান্ন অভিযানের ডাক,'সরকারি সম্পত্তি যেন নষ্ট না হয়', কড়া বার্তা পুলিশের
ABP Ananda LIVE : আর জি করকাণ্ডের এক বছরে ফিরে দেখা, গত কয়েক মাসের নানা ঘটনা। আজ ৯ অগাস্ট। ঠিক এক বছর আগে এই দিনেই আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল, ডাক্তারির পড়ুয়া,
তিলোত্তমার ক্ষতবিক্ষত মৃতদেহ। ধর্ষণ-খুনের বীভৎস এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য়, গোটা দেশকে। আমরা দেখেছিলাম ক্ষোভ-প্রতিবাদের এক নজিরবিহীন বহিঃপ্রকাশ। রাজনীতি বর্জিত এক আন্দোলন, যা প্রশাসনকে অবধি নতিস্বীকারে বাধ্য় করেছিল। দেখিয়েছিল শিরদাঁড়ার জোর কাকে বলে। আজ যখন কলকাতার রাজপথে সেই রাত দখলের ছবি আবার ফিরছে, তখন একবার দেখে নেব, গত এক বছরের সাড়া ফেলা ঘটনাক্রম। কীভাবে এগিয়েছিল তদন্ত। কোথায় উঠেছিল প্রশ্ন। কে কী বলেছিলেন। আর শেষ অবধি কী হল।অভিশপ্ত ৮ অগাস্টের এক বছর। ৯ বছর সবার সামনে এসেছিল সেই নারকীয় ঘটনা । এই দিনেই রাতের রাজপথে ফের উঠল বিচারের দাবি। কলকাতা পুলিশ ও CBI-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা।