RG Kar News : 'রাজ্য সরকারের চাপে অভয়ার মা-কে ভর্তি নেয়নি মেডিকা হাসপাতাল', বিস্ফোরক অভয়ার বাবা
ABP Ananda LIVE: মেডিকা হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভয়ার মা । গতকাল নবান্ন অভিযানে আহত হন অভয়ার মা । পুলিশের বিরুদ্ধে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ।হাসপাতালের রিপোর্ট নিয়ে প্রশ্ন অভয়ার বাবার । 'গতকালের রিপোর্টে পুলিশের মারধরের কথা উল্লেখ ছিল' । 'আজকের রিপোর্টে পুলিশের মারধরের কথা নেই' । আজকের রিপোর্টে লেখা দুর্ঘটনায় আহত' । আমরা মেডিক্যাল রিপোর্ট নিইনি, কোর্টে জানাব: অভয়ার বাবা
আরও খবর....
সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্বীকৃতিহীন দেশের ভুয়ো দূতাবাসের খোঁজ মেলে। স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে ভুয়ো দূতাবাস খুলে দিনের পর দিন চলছিল প্রতারণা। দিল্লির নাকের ডগায় ওয়েস্টার্কটিকা নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে রমরমিয়ে চলছিল জালিয়াতি। এবার নয়ডায় আস্ত ভুয়ো থানার হদিশ।
চিকিৎসক পুণ্য়ব্রত গুণ ও তমোনাশ চৌধুরীকে পুলিশের নোটিস। ৮ অগাস্ট অনুমতি ছাড়া সাইকেল মিছিলের অভিযোগে নোটিস। একাধিক ধারায় মামলা রুজু ২ চিকিৎসকের বিরুদ্ধে। জাতীয় সড়ক আইন লঙ্ঘনের ধারাতেও মামলা। চিকিৎসক পুণ্য়ব্রত গুঁইয়ের গাড়িচালককেও নোটিস। ২ দিনের মধ্যে ঠাকুরপুকুর থানায় হাজিরার নির্দেশ। থানায় হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি।