RG Kar : 'অভয়ার পরিবার সিপিএম দ্বারা পরিচালিত হচ্ছেন', আক্রমণে শোভনদেব

ABP Ananda LIVE : 'অভয়ার বাবা-মা প্রথম থেকেই নানা সময়ে নানারকম বক্তব্য রাখছেন। তাঁরা নিজেদের মোট দিচ্ছেন বলে মনে হয় না। এর পিছনে রাজনীতি রয়েছে। তাঁদেরকে যারা পরিচালনা করছে তাদের রূপ প্রকাশ পেয়ে গেল। অভয়ার পরিবার সিপিএম দ্বারা পরিচালিত হচ্ছেন', আক্রমণে শোভনদেব। 

 

Madan Mitra On RG Kar Case: 'পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান', R G Kar-এ নিহতের পরিবারকে বেলাগাম আক্রমণে মদন

আরও বেলাগাম মদন, রেহাই নেই সন্তানহারা পরিবারেরও ! কুণাল, ববি, কল্যাণের পরে চিকিৎসকের মা-বাবাকে বেলাগাম আক্রমণ। 'পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান'।সবকিছু টাকা দিয়েই ঢাকা যায়, পরিবারকে বেলাগাম আক্রমণে মদন । 'নিজেদের জন্য বাম-বিজেপির কথায় চিত্রনাট্য বদল করছেন'। 'চাইলে রাজনীতিতে যোগ দিন, অনেক উপনির্বাচন আছে, তবে জিততে পারবেন না'। আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের পরিবারকে তীব্র আক্রমণে তৃণমূল বিধায়কের। হাসপাতালে কর্মরত চিকিৎসককে ধর্ষণ-খুন, পরিবারই শাসকদলের নিশানায়!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola