ABP News

RG Kar News : ৭ মাস হয়ে পার, RG কর কাণ্ডে এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি অভয়ার মা-বাবা

Continues below advertisement

ABP Ananda LIVE : ৭ মাস হয়ে গেছে, কিন্তু এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি আর জি কর হাসপাতালের তরুণীর চিকিৎসকের মা-বাবা। এনিয়ে ফের একবার প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা। আর জি কর হাসপাতাল সূত্রে খবর, বিষয়টি সমাধানের জন্য়, শুক্রবারই স্বাস্থ্য় অধিকর্তাকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এবিষয়ে জানানো হবে। 

 

Suvendu Adhikari: মেচেদায় শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ তৃণমূলের ! কী বলল বিজেপি ?

কুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে বিজেপির, পাল্টা শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরানো হল! মেচেদায় বিরোধী দলনেতার ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলায় মমতাকে বিজেপি আক্রমণ করেছিল। এবার মেচেদায় তৃণমূলের বিক্ষোভ। মেচেদার শান্তিপুরে তৃণমূলের পথসভা এবং শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয় ! কাউকে কাউকে ছবিতে জুতো মারতেও দেখা যায়।

এ প্রসঙ্গে তৃণমূলের তরফে এক নেতা বলেন, "গত পরশু দিন এখানে বিজেপির কয়েকজন লোক , যাদের গ্রহণযোগ্যতা নেই, যারা বুথে কোনও দিন স্থান পায়নি, তারা মেচেদায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য এবং কুশপুত্তলিকা দাহ করার প্রতিবাদে আমরা শান্তিপুর ১ নম্বর অঞ্চল আমরা এই কর্মসূচি পালন করেছি। আমরা মনে করেছি, বিরোধী দলনেতা আমাদের দিদিকে অপমান করেছেন, তাঁকে শুধু অপমান করার ভাষায় আমাদের জানা নেই। তাঁকে জুতো মেরে বিদায় করাই আমাদের কর্তব্য।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram