RG Kar Update: সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে-র বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের 'প্রমাণ'।

RG Kar News; সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে-র বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের 'প্রমাণ'। থ্রেট কালচারে অভিযুক্ত অভীকের বিরুদ্ধে ৩২টি অভিযোগ। 'পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে SSKM-এ অভীকের জয়েনিংয়েও বেনিয়ম'! 'গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কাজ না করেই বিশেষ কোটায় SSKM-এ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে যোগ'। 'পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসেবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি অভীক'। 'বেআইনি ভাবে হস্টেলে গিয়ে জুনিয়রদের ভয় দেখানোর প্রমাণ মিলেছে অভীকের বিরুদ্ধে'। 'রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্ত অভীক'। 'পরীক্ষা ও নম্বর গরমিলেও হস্তক্ষেপ করেছেন সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ অভীক'। 'আর জি কর কাণ্ডের পর ১১ অগাস্ট বর্ধমান মেডিক্যালে গভীর রাতে জুনিয়রদের সঙ্গে বৈঠক করেন অভীক'। অভীক দে-র বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের ৪ সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ। ABP Ananda live  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola