RG Kar News: পরপর ৭ দিন, ফের সিজিও কমপ্লক্সে সন্দীপ ঘোষ | ABP Ananda Live

ABP Ananda Live: ফের CBI-এর সামনে সন্দীপ। পরপর ৭ দিন, ফের সিজিও কমপ্লক্সে সন্দীপ ঘোষ। চিকিৎসক ধর্ষণ-খুনের জট খুলতে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। গত ৬ দিনে সন্দীপকে প্রায় ৬১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে CBI। 

আরও খবর, ভাগ সন্দীপ ভাগ! না, এই স্লোগান এখনও অবধি কেউ তোলেননি। তবে ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভের মুখে, এই সন্দীপ ঘোষ কেমন দৌড় দিয়েছিলেন, সেই ছবি দেখিয়েছিল এবিপি আনন্দই। সময়টা ছিল দু'হাজার একুশ সালের অক্টোবর। হস্টেল কমিটিতে সমস্যা, স্বজনপোষণের অভিযোগ-সহ বিভিন্ন বিষয় নিয়ে, আন্দোলন-অনশন চলছিল এই আর জি কর মেডিক্য়াল কলেজেই। ক্ষোভ ছিল মূলত তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর পদত্যাগের দাবিতে ঘরের সামনে অবস্থানে বসেন পড়ুয়ারা। আর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কী করেছিলেন জানেন? ঘর থেকে বেরিয়ে, পোস্টার ছিঁড়ে পডুয়াদের দিকে ছুড়ে মেরেছিলেন। এরপর ভোরে সন্দীপ ঘোষ হাসপাতাল থেকে বেরোতে গেলে, আন্দোলনকারীরা তাঁকে ধাওয়া করেন। ঊর্ধ্বশ্বাসে ছুট লাগান সন্দীপ ঘোষ। মিনিট কুড়ি দৌড়নোর পর, শেষ অবধি পুলিশের গাড়িতে উঠে পড়েন তিনি। দেখুন এবিপি আনন্দর দু'হাজার একুশ সালের সেই প্রতিবেদন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola