RG Kar protest: প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যওয়া হল রুদ্রনীল ঘোষকে, কী বললেন তিনি ?

Continues below advertisement

ABP Ananda Live: ধর্না শুরুর আগে উধাও ধর্নামঞ্চ, শ্যামবাজারে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যওয়া হল রুদ্রনীল ঘোষকে। আর জি কর কাণ্ডে শ্যামবাজারে বিজেপির অবস্থান ঘিরে ধুন্ধুমার। প্রথমে ধর্না শুরুর আগে উধাও ধর্নামঞ্চ, পরে ফের মঞ্চ বাঁধার চেষ্টা করলে উত্তেজনা। অনুমতি না থাকায় পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। 

আরও খবর, SUCI-এর সাধারণ ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারেও। SUCI কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। ধর্মঘটের সমর্থনে মিছিল বেরোতেই তা আটকে দেয় পুলিশ। শুরু হয় তুমুল ধস্তাধস্তি। ধর্মঘটীদের চ্য়াংদোলা করে প্রিজন ভ্যানে তুলে এলাকা খালি করে পুলিশ। এখনও পর্যন্ত ১৯ জনকে ধরপাকড়ের খবর মিলেছে। SUCI-এর ধর্মঘটে কোচবিহারে বেসরকারি বাস পরিষেবা বন্ধ। শুধুমাত্র সরকারি বাস চলছে। হেলমেট পরে সরকারি বাস চালাতে দেখা গেছে চালককে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram