RG Kar live: কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিজেপি |
Continues below advertisement
ABP Ananda Live: ধর্না শুরুর আগে ধর্নামঞ্চই উধাও। তাও আবার খোদ রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। কলকাতা (kolkata) পুলিশকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিজেপি আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ধর্না কর্মসূচি নিয়েছে বিজেপি। শ্য়ামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গতকালই মঞ্চ বেঁধেছিল গেরুয়া শিবির।আজ ওই ধর্নামঞ্চে অবস্থানে বসার কথা ছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। মঞ্চ বাঁধার অনুমতি দেয়নি পুলিশ। বিজেপি যুব মোর্চার দাবি, ভোর পাঁচটাতেও ধর্নামঞ্চে ছিলেন তাঁরা বিজেপি কর্মীদের অভিযোগ, সকাল ১০টা নাগাদ তাঁরা গিয়ে দেখেন ধর্নামঞ্চ উধাও গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশই মঞ্চ খুলে নিয়ে গেছে পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Continues below advertisement
Tags :
Health Minister Doctors Protest CBI Investigation West Bengal News CALCUTTA HIGH COURT Kolkata Doctor Death Kolkata Doctor Murder Kolkata Lady Doctor Murder Kolkata Doctor Murder Case Updates