RG Kar News: আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি, জেলায় জেলায় অবরোধ।

Continues below advertisement

RG Kar Update: আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি, জেলায় জেলায় পথ অবরোধ। বর্ধমানে টায়ার জ্বালিয়ে অবরোধ, লেকটাউনে উত্তেজনা। হাওড়া জেলা হাসপাতালে নাবালিকার যৌন নির্যাতন এবং আরজি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়ায় স্বাস্থ্য দফতর অভিযান। ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে হাওড়ায় স্বাস্থ্য দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত রয়েছেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। ডেপুটেশন জমার কর্মসূচিতে পুলিশি-বাধার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন তিনি। দীপ্সিতা ধরের অভিযোগ, 'আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল। হাঙ্গামা হওয়ার কথা নেই। আমাদের কাছে অস্ত্র নেই। যেদিন সুপারকে ঘেরাও করেছিলাম। এই শর্তেই ঘেরাও তুলেছিলাম যে সিএমওএইচ-এর কাছে ডেপুটেশন দেব। পুরো রাস্তাটা কর্ডন করে রেখেছে। একটা ডেপুটেশনে কেন এত ভয়? ১৩ বছরের একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মেয়েটা সাহস না দেখালে ওর অবস্থা তিলোত্তমার মতো হতো না এই গ্য়ারান্টি কেউ দিতে পারে না... পুলিশ-প্রশাসনের কোনও অনূভূতি নেই...পুলিশ-প্রশাসন আরও বেশি অমানুষ হয়ে যাচ্ছে।' তাঁর অভিযোগ, এক্ষেত্রেও সরকারি হাসপাতালের ভিতরে এক নাবালিকার উপর যৌন নির্যাতন হয়েছে। কিন্ত এমন গুরুতর ঘটনায় ডেপুটেশন জমা দিতেও পুলিশ কেন বাধা দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram