
RG Kar News: 'সন্দীপ ঘোষ-সহ বাকিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ', মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর
RG Kar update: সন্দীপ ঘোষ-সহ বাকিদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ'। 'প্রশাসনের অভ্যন্তরে এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে তার প্রভাব সুদূরপ্রসারী'। এই ধরনের দুর্নীতি স্বাস্থ্যব্যবস্থা ও প্রশাসনকে দূষিত করে, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। 'এই ধরনের ক্ষেত্রে আইন মেনে দ্রুত বিচার হলে মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়ে'। মন্তব্য হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর। 'কালকের মধ্যে সমস্ত নথির স্ক্যান করা কপি অভিযুক্তদের দেবে সিবিআই'। নথি যাচাই করে নিম্ন আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন অভিযুক্তরা, জানাল হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানি।
শহরের দুই প্রান্তে অগ্নিকাণ্ড, তারাতলায় ভস্মিভূত ঝুপড়ি, চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের দু জায়গায় আগুন লাগল। গতকাল রাতে তারাতলা আগুন লাগে। পুড়ে ছাই পরিত্যক্ত কেপিটি কোয়ার্টার্স লাগোয়া এলাকা। ভস্মিভূত প্রায় ২৫টি ঝুপড়ি। অন্যদিকে চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।