RG Kar News: সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আখতার আলির অভিযোগে CBI-কে তদন্তভার দিল হাইকোর্ট
আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের ভিত্তিতেই, সেখানকার দুর্নীতির মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুর্নীতির এই অভিযোগ অবশ্য় নতুন নয়। দীর্ঘদিন ধরেই তা নিয়ে সরব আখতার আলি। অভিযোগ তোলার পর তাঁকে আর জি কর মেডিক্য়াল কলেজ থেকে বদলিও করা হয়। তবে লড়াই থামাননি তিনি। শেষমেশ আদালতে মিলল জয়।
আখতার আলির অভিযোগের ভিত্তিতেই বায়ো মেডিকেল বর্জ্য বেআইনিভাবে বিক্রির অভিযোগের তদন্তের নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। গতবছরের ১৭ মার্চ তদন্ত রিপোর্ট জমা দেয় কমিটি। এই তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছিল আখতার আলিকেও। কিনতু, তদন্ত রিপোর্ট জমা পড়ার ৩ দিনের মাথায় আচমকা বদলি করে দেওয়া হয় তাঁকেই. আর জি কর হাসপাতাল থেকে বদলির দু'মাস পরে, আখতার আলির বিরুদ্ধেই টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে, শোকজ করেন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ। আরও দু'মাস পর অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষের নির্দেশেই আখতার আলির বিরুদ্ধে চার সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়।