Rg Kar News: দিল্লি থেকে শহরে এসেছে বিশেষ দল,হাইকোর্টের নির্দেশের পরই আর-জি কর কাণ্ডে তৎপর CBI | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: দিল্লি থেকে শহরে এসেছে বিশেষ দল,হাইকোর্টের নির্দেশের পরই আর-জি কর কাণ্ডে তৎপর CBI । চিকিৎসক-খুনে তোলপাড় রাজ্য রাজনীতি। আর জি করে (R G Kar Protest) নতুন করে উত্তেজনা। আর এবার প্রমাণ লোপাটের অভিযোগে। ভিতরে ঢুকল এসএফআই।  

গত ৯ অগাস্ট আর জি করের সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের বিল্ডিংয়ের চার তলায় সেমিনার রুমে চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই সেমিনার রুমের উল্টোদিকে বিশ্রামকক্ষ তৈরির কাজ শুরু হয়েছে। সেমিনার হলের ঠিক উল্টোদিকে ঘরের দেওয়াল ভাঙা হয়েছে। বিশ্রামের ঘর তৈরির কাজ শুরু হয়েছে। আর জি কর মেডিক্যালের চিকিৎসকদের আশঙ্কা তথ্য প্রমাণ লোপাট হতে পারে। একই অভিযোগ তুলে এদিন আর জি কর চত্বরে বিক্ষোভ দেখায় SFI এবং DYFI। এবিষয়ে নতুন অধ্যক্ষ সুহৃিতা পাল জানান, 'পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ কাজ করতে দিলে হবে, না হলে কাজ বন্ধ।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola