RG Kar News: আখতার আলির স্টল বণ্টনে দুর্নীতির অভিযোগ নিয়ে এবার সিবিআই অভিযান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আখতার আলির স্টল বণ্টনে দুর্নীতির অভিযোগ নিয়ে এবার সিবিআই অভিযান । টালায় ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। চন্দন লৌহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে সিবিআই-অভিযান । আর জি কর হাসপাতালের মধ্যে চন্দনের একটি কফি স্টল আছে বলে খবর। এই স্টলের মালিকানা, কীভাবে স্টলের বণ্টন হয়েছে, তা জানতে চায় সিবিআই।
আরও খবর..
আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপারের বাড়িতেও সিবিআই। সঞ্জয় বশিষ্ঠকে জিজ্ঞাসাবাদ। কেষ্টপুরে হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিষ সোমের বাড়িতেও তল্লাশি সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার।
আর জি কর মেডিক্যালে আর্থিক 'দুর্নীতি', ম্যারাথন তল্লাশি CBI-এর কলকাতা থেকে জেলা, সাঁড়াশি অভিযানে CBI, একযোগে ১৫ জায়গায় RAID । ৮ ঘণ্টা পার, বেলেঘাটার বাড়ি গিয়ে সন্দীপ ঘোষকে CBI-এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ
টানা ৯ দিন সিজিও কমপ্লেক্সে প্রশ্নবাণ, এবার বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ CBI-এর । ৯ ঘণ্টা পার, আর জি কর হাসপাতালের মেডিক্যাল সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়িতে তল্লাশি । আর জি কর মেডিক্যালে কত বড় দুর্নীতি? শিকড়ের খোঁজে সাঁড়াশি অভিযানে CBI । আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালি ও ট্যাংরার ঠিকানায় CBI RAID