RG Kar Uppdate: একসঙ্গে ৮০টি সংগঠন মিলে তৈরি হল 'অভয়া মঞ্চ', বুধবার সিজিও কমপ্লেক্স অভিযান।
RG Kar News: একসঙ্গে ৮০টি সংগঠন মিলে তৈরি হল 'অভয়া মঞ্চ', বুধবার সিজিও কমপ্লেক্স অভিযান। বুধবার ফের পথে নামবেন জুনিয়র-সিনিয়র চিকিৎসকরা। ৫ নভেম্বর 'দ্রোহের এল জ্বালো' কর্মসূচি। এবার মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের। ৮ দফা দাবি জানিয়ে মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সঙ্গে সংঘাতের মাঝেই এবার মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের। আরও খবর, ফের খাকি উর্দির শাসক-আনুগত্যের ছবি। এবার মালদার মানিকচকে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা গেল মানিকচক থানার IC-কে। গতকাল মানিকচক তৃণমূল ব্লক নেতৃত্বের আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী-সহ একাধিক তৃণমূল নেতা। সেই অনুষ্ঠানে মঞ্চে প্রথম সারিতে বিধায়কের পাশেই দেখা গেল মানিকচক থানার IC সুবীর কর্মকারকে। এমনকী, আব্দুর রহিম বক্সীকে মালতিপুরের বিধায়ক না বলে জেলা সভাপতি বলে উল্লেখ করেন পুলিশ আধিকারিক। মন্তব্য করতে চাননি মানিকচক থানার IC. এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিপিএমের কটাক্ষ, পুলিশ আছে বলেই তৃণমূল আছে, নির্বাচনী বৈতরণী পার হতে পুলিশই ওদের ভরসা। তৃণমূলের সাফাই, দলীয় অনুষ্ঠান নয়, সকলেরই আমন্ত্রণ ছিল। ABP Ananda Live