RG Kar Live:'একটা মেয়েকে হারিয়ে আমি দেশের কোটি কোটি মেয়েকে পেয়েছি', মন্তব্য নিহত চিকিৎসকের বাবার

Continues below advertisement

ABP Ananda Live: কলকাতার পাশে দিল্লি, মুম্বই, পুণে। আর জি করকাণ্ডে গর্জে উঠল গোটা দেশ। হাজার হাজার মানুষের দখলে রাজপথ।

আরও খবর, রাজ্যজুড়ে মহিলাদের রাতজাগা রাজপথ দখল। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী-স্বাধীনতার ডাক অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১টা ৫৫ মিনিটে রাস্তায় নেমে প্রতিবাদ মহিলাদের। ‘জাস্টিস ফর RG কর’-এর দাবিতে, মহিলাদের এই প্রতিবাদ-আন্দোলনের স্লোগান, ‘মেয়েরা রাত দখল করো, The Night Is Ours।' এবিষয়ে প্রতিবাদের 'রাতের দখল' নিয়ে আহ্বায়ক রিমঝিম সিনহা বলেন, "সারা রাজ্যে অনেকেই এই প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন মহিলারা। আমি নিজে যাদবপুরে ৮বিতে আমি নিজে থাকব। সেখানে আপাতত জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ওখানে যাওয়ার পর দেখব মিছিল বা ওরকম কিছু করা যায় কিনা। সেটা সঙ্গে সঙ্গে ঠিক করব। আরজি করের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০১২ সাল থেকে নির্ভয়ার পর খুন বা ধর্ষণ বন্ধ হয়ে গেছে এমনটা নয়। ঔদ্ধত্য, প্রবণতা আরও বেড়েছে। আগে হয়ত শুধু ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন খুন, মারধরের মতো ঘটনাও ঘটছে। মারাত্মক ঔদ্ধত্য পরিবেশ। আরজি করের ঘটনা সামনে আসার পর জানতে পারি অধ্যক্ষ মন্তব্য করেছেন রাতে চিকিৎসকের ওই সেমিনার হলে থাকা উচিত হয়নি। আমি সেই জায়গা থেকেই মনে করি, এটা কেউ বলে দেবে না আমাকে, কোথায় থাকা উচিত কোথায় থাকা উচিত নয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram