RG Kar News: চার্জশিট পাশে ব্যর্থ সিবিআই, ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরে। ABP Ananda Live

Continues below advertisement

RG Kar Update: আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এনিয়ে এবার ক্ষোভের কথা শোনা গেল একেবারে বিজেপির অন্দরে। ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে প্রাক্তন IPS অফিসার এবং বিজেপি নেতা দেবাশিস ধর।

 

জামিন পেলেও জেলেই রাত কাটল অল্লু অর্জুনের। শনিবার সকালে হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলেন অল্লু। সকালেই অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ পৌঁছে যান জেলে। জেলের পিছনের গেট দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অল্লু অর্জুনের জামিন। জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। 

 

এবার এক মেট্রোতেই গড়িয়া থেকে বিমানবন্দর? দমদম থেকে নোয়াপাড়া য়ে এয়ারপোর্ট পর্যন্ত রুটের ট্রায়াল রান। আগামী বছরের মার্চেই রুট চালুর প্রস্তুতি। ইয়েলো লাইনে ট্রায়াল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram