RG Kar News: নিয়োগ কমিটির সই ছাড়াই চলে নিয়োগ প্রক্রিয়া ! সন্দীপ ঘোষের বাড়িতে উদ্ধার চাঞ্চল্যকর নথি | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই তল্লাশিতে উদ্ধার চাঞ্চল্যকর নথি । সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের নথি ও তদন্ত রিপোর্ট উদ্ধার তাঁর বাড়ি থেকেই! । আদালতে নথি জমা দিয়ে দাবি সিবিআইয়ের । এছাড়াও সন্দীপের বিরুদ্ধে মিলেছে বেনিয়মের একাধিক অভিযোগ । '২০২২-২৩ সালে বেআইনি ভাবে নিয়োগ করা হয় ৮৪ জন এমবিবিএস হাউজস্টাফকে' । 'নিয়োগ কমিটির সই ছাড়াই চলে নিয়োগপ্রক্রিয়া' । লাইসেন্সহীন ৩ সংস্থাকেও টেন্ডার দেন সন্দীপ ঘোষ, দাবি সিবিআইয়ের

আরও খবর..

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের পর পরই, সেমিনার রুমের সংলগ্ন শৌচাগার ভাঙা নিয়ে প্রশ্ন ওঠে। হাসপাতালের তদানীন্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙা হয় বলে জানা যায়। সেই নিয়ে এবার নয়া তথ্য সামনে এল। সন্দীপের একার সিদ্ধান্তে নয়, বরং চিকিৎসকদের ডিউটি রুম এবং অ্যাটাচড টয়লেট সংস্কারে স্বাস্থ্যভবনই সম্মতি দিয়েছিল বলে জানা যাচ্ছে।

পূর্ত দফতরকে লেখা সন্দীপের একটি চিঠির প্রতিলিপি সামনে এসেছে। আর তাতেই সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙায় স্বাস্থ্যভবনের সম্মতির কথা জানা গিয়েছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিতেই শৌচাগার ভাঙা হয় বলে সন্দীপের সই করা অর্ডারের কপিতে ধরা পড়েছে। গত ১০ অগাস্ট পূর্ত দফতরের সিভিল এবং ইলেক্ট্রিক্যাল বিভাগকে ওই চিঠি দেন সন্দীপ। (Sandip Ghosh)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram