RG Kar News: 'প্রাক্তন প্রিন্সিপালকে সরকার বাঁচিয়ে দিচ্ছে', বিস্ফোরক অভিযোগ জুনিয়র চিকিৎসকদের।

ABP Ananda Live: চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধ জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট কুণাল ঘোষের। 'পুলওয়ামার ঘটনার এখনও ন্যায়বিচার হয়নি'। 'তাই পুলওয়ামায়, উই ওয়ান্ট জাস্টিস, বলে জওয়ানরা সীমান্ত ছেড়ে এসে ধর্নায় বসলে, সেটাকে কীভাবে দেখবেন ?'  কোর্টের সম্মতিতে শ্যামবাজারে আজ থেকে ৫দিনের ধর্নায় বিজেপি। হাজির গেরুয়া শিবিরের সাংসদ-বিধায়করা। বিকেলে মৌলালিতে প্রতিবাদ মিছিলে হাঁটবেন শুভেন্দুরা। কাল স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক বিজেপির। লক্ষ্মীবারে, রাজ্যের লক্ষ্মীদের নিরাপত্তার দাবিতে স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।  'আর জি কর কাণ্ডের বিচার চেয়ে এবার CBI-এর উপর চাপ বাড়াল তৃণমূল'।'১৬৫ ঘণ্টা পার, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছে না'।'আর জি কর মেডিক্যালের নির্যাতিতাকে বিচার পেতে কত অপেক্ষা করাবে CBI?' ,প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola