RG Kar News: 'বিচার ছিনিয়ে আনার জায়গায় আমাদের আরও দৃঢ় হতে হবে', বলছেন জুনিয়র চিকিৎসকরা।
RG Kar Update: অনশন, মহামিছিল, মহাসমাবেশ, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন। আজ দুপুর ৩টেয় আর জি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। আজ নির্যাতিতা চিকিৎসকের নিজের কলেজ, কল্যাণী মেডিক্যাল কলেজেও গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল। প্রথমে অনুমতি দিলেও, ঘূর্ণিঝড়ের কারণ দেখিয়ে অধ্যক্ষ সেই কর্মসূচি বাতিল করায়, শুরু হয়েছে বিতর্ক। এই আবহেই আজ আর জি কর মেডিক্যালে গণ কনভেনশন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা।
কল্যাণী মেডিক্যাল কলেজ থেকেই এমবিবিএস পাস করেছিলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসক। তারপরে আর জি কর মেডিক্যাল কলেজে এমডি করতে যান তিনি। সেখানেই নৃশংস নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে হয় চিকিৎসককে। সেই তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় সুবিচারের দাবিতে আজ গণ কনভেনশনের আয়োজন করেছিলেন কল্যাণী মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। এই মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামেই কনভেনশনের অনুমতি চেয়েছিলেন উদ্যোক্তারা।