RG kar News: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে কাল ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন
RG kar Update: আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে চলছে আন্দোলন। কাল জেলায় জেলায় 'দ্রোহের আলো জ্বালাও' কর্মসূচি। গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকেই জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন।
কলকাতার প্রাক্তন মেয়রের মতো বর্তমান মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোঁটা নিয়েছেন। ২০১৯-এর লোকসভা ভোটের পরপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। তবে পরবর্তীকালে পদ্মশিবিরের সঙ্গেও তাঁর দূরত্ব বাড়তে থাকে। তারপর কখনও নবান্ন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, তো কখনও ভাইফোঁটার দিন কালীঘাটে হাজির। এবারও যার ব্যতিক্রম হল না। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সেখানে গিয়েছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তাহলে কি শোভনের তৃণমূলে ফেরা এবার স্রেফ সময়ের অপেক্ষা? জল্পনা উস্কে দিলেন বৈশাখী।