RG Kar Update: বিচারের দাবিতে মশাল মিছিল জুনিয়র চিকিৎসকদের, সামিল তারকারাও। ABP Ananda Live

Continues below advertisement

RG Kar News: বিচারের দাবি প্রায় আড়াই মাস পার। আর জি কর মেডিক্যালে প্রায় ৬ ঘণ্টার কনভেনশনের পর মোমবাতি, মশাল হাতে ক্যাম্পাস পরিক্রমা জুনিয়র ডাক্তারদের। সামিল নাগরিক সমাজও। ৩০ অক্টোবর সিজিও অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের।  আড়াই মাস পার, বিচারের দাবিতে ফের সিজিও-অভিযান। সিবিআইয়ের চার্জশিট নিয়ে প্রশ্ন তুলে ফের 'সিজিও-চলো'। 'আমার মত পেটুক যদি অনশন করতে পারে তাহলে আমরা ন্যাবিচার পাব', গণ-কনভেনশনে বললেন জুনিয়র চিকিৎসক। তিনি আরও বলেন 'আন্দোলন শেষ হয়নি, অনেকেই হতাশ প্রশ্ন করছেন ন্যায়বিচার কবে পাব? আন্দোলন কি শেষ? তাদের বলতে চাই আন্দোলন এখনো চলছে।' 'আমি কীভাবে ভাল ডাক্তার হব প্রশ্নটা কিছু ব্যক্তির ইচ্ছের উপর নির্ভর করে না', বললেন রুমেলিকা। আজ অভয়ার ন্যায়বিচারের জন্য, দ্বিতীয় অভয়া যাতে না হয় তার জন্য আন্দোলন হচ্ছে।' বললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার। আর জি করে গণ-কনভেনশন, ফের থ্রেট-কালচারের বিরুদ্ধে সুর চড়ালেন আন্দোলনকারীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram