RG Kar Live: সফল হল না বৈঠক, কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। ABP Ananda Live
RG Kar News: প্রায় এক ডজন চিকিৎসক সংগঠন এবং নামী ও প্রবীন চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ভবনে দীর্ঘ বৈঠক করেও সুবিচারের দাবিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে কাজে ফেরানোর জন্য সরকারি উদ্যোগ সফল হল না। উল্টে, সরকারি বৈঠকেও সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজন চিকিৎসকের প্রভূত প্রভাব কীভাবে হয়, সেই প্রশ্ন উঠল।একদিকে, যাঁদের নাম নিয়ে সমালোচনা হয়েছে এদিনের বৈঠকে, তাঁদের নাম ও ছবি সম্বলিত পোস্টার পড়ল NRS, কলকাতা মেডিক্যাল কলেজ-সহ একাধিক জায়গায়। এসবের মাঝে ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসার ওপর কতটা প্রভাব পড়েছে তার খোঁজ নিচ্ছে নবান্ন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী স্বাস্থ্য দফতর। আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপারের বাড়িতেও সিবিআই। সঞ্জয় বশিষ্ঠকে জিজ্ঞাসাবাদ। কেষ্টপুরে হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপকের বাড়িতে সিবিআইয়ের দুর্নীতিদমন শাখা।