Kalyan Banerjee:'যাঁরা একমাসের বেশি চিকিৎসা করেননি, পরীক্ষাতেই বসতে দেওয়া উচিত নয়',হুঁশিয়ারি কল্যাণের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণের। 'যাঁরা একমাসের বেশি চিকিৎসা করেননি, ডাক্তারির পরীক্ষাতেই বসতে দেওয়া উচিত নয়'।

আরও খবর..

ফের চরমে রাজ্য়পাল-মুখ্য়মন্ত্রী সংঘাত। এবার মুখ্য়মন্ত্রীকে সামাজিক বয়কটের ঘোযণা করলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। জুনিয়র ডাক্তারদের অবস্থান আন্দোলনের মাঝেই ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ে তৈরি হল বিতর্ক। অন্য়দিকে, মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ মন্তব্য়কে নাটক বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

কাঁথির পোস্ট অফিস মোড়ে মহিলা প্রতিবাদীর ওপর হামলার অভিযোগ। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে একাই বিক্ষোভ দেখানোর সময় 'আক্রান্ত' মহিলা। হাতে লেখা পোস্টার গলায় ঝুলিয়ে প্রতিবাদের সময় 'হামলা'। পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ
মহিলার ওপর হামলার প্রতিবাদে পোস্ট অফিস মোড় অবরোধ করেন বিজেপি কর্মীরা। এসডিপিও 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram